ময়মনসিংহে মাছ-গোশত, ফরেইন আইটেমসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বিপুল সমাহার নিয়ে উদয় বাজার নামে একটি সুপারশপ চালু করার উদ্যোগ গ্রহণ করেছে উদয় গ্রুপ। উদয় বাজারের ইন্টেরিয়র, এক্সিটেরিয়র, ব্র্যান্ডিং এবং উদয় গ্রুপের অফিস ইন্টেরিয়রের জন্য বহুবচন ও উদয় গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি স্বাক্ষর করেন বহুবচন গ্রুপের চেয়ারম্যান জনাব মাহমুদুল হক সিদ্দীক ও উদয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব আরিফুর রহমান। সে সময় উপস্থিত ছিলেন বহুবহুন গ্রুপের ভাইস চেয়ারম্যান জনাব ওয়ালিউল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল হাকিম ও উদয় বাজারের জিএম জনাব কামরুল হাসান।