আলমাক গ্রুপের সাথে চুক্তি স্বাক্ষর

Last updated: Jun 12,2022

ময়মনসিংহে ৪৫০০ স্কয়ার ফিট পরিসরে নিত্য প্রয়োজনীয় পণ্যের বিপুল সমাহার নিয়ে একটি সুপারশপ করার উদ্যোগ গ্রহণ করেছে আলমাক গ্রুপ। সুপারশপের ইন্টেরিয়র, এক্সিটেরিয়র, ব্র্যান্ডিং এবং আলমাক গ্রুপের অফিস ইন্টেরিয়রের জন্য বহুবচন ও আলমাক গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি স্বাক্ষর করেন বহুবচন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল হাকীম ও আলমাক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব রাকিবুল ইসলাম নাঈম। সে সময় উপস্থিত ছিলেন আলমাক গ্রুপের চেয়ারম্যান জনাব তরিকুল ইসলাম ও বহুবহুন গ্রুপের ভাইস চেয়ারম্যান জনাব ওয়ালিউল ইসলাম 

Almak Group