ময়মনসিংহে ৪৫০০ স্কয়ার ফিট পরিসরে নিত্য প্রয়োজনীয় পণ্যের বিপুল সমাহার নিয়ে একটি সুপারশপ করার উদ্যোগ গ্রহণ করেছে আলমাক গ্রুপ। সুপারশপের ইন্টেরিয়র, এক্সিটেরিয়র, ব্র্যান্ডিং এবং আলমাক গ্রুপের অফিস ইন্টেরিয়রের জন্য বহুবচন ও আলমাক গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি স্বাক্ষর করেন বহুবচন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল হাকীম ও আলমাক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব রাকিবুল ইসলাম নাঈম। সে সময় উপস্থিত ছিলেন আলমাক গ্রুপের চেয়ারম্যান জনাব তরিকুল ইসলাম ও বহুবহুন গ্রুপের ভাইস চেয়ারম্যান জনাব ওয়ালিউল ইসলাম